বাংলাদেশে অনেক কারণে পেপাল আসছে না। সবচেয়ে বড় যে কারণটি তা হচ্ছে মানি লন্ডারিং।
পেপালের নিয়ম অনুযায়ী ব্যবহার কারীরা বিনা শর্তে যেকোন দেশে টাকা লেনদেন করতে পারবে। এতে করে বাংলাদেশ থেকে অবৈধ টাকা পাঁচারের রাস্তা সহজ হবে।
যার কারণে পেপালের নীতির সাথে বাংলাদেশ ব্যাংক একমত নয়। আবার বাংলাদেশ ব্যাংকের শর্ত মানতেও পেপাল রাজি নয়। এ কারণেই বাংলাদেশে পেপাল তাদের সেবা চালু করছে না।
বেশ কয়েকবার গুজব ওঠেছিল যে, বাংলাদেশে খুব শীঘ্রই প্যাপাল আসবে। তবে বাংলাদেশে পেপাল কবে আসবে, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা অসম্ভব।