হিজরি সাল কে প্রবর্তন করেন? প্রকাশিত মে ১৫, ২০২৪ - কুরআন ও হাদিস হযরত ওমর (রাঃ) ৬২২ খ্রিষ্টাব্দে হিজরি সন প্রবর্তন করেন। এরপর থেকেই দিনটি ইসলামি নববর্ষ হিসেবে পরিচিতি লাভ করতে থাকে।সেদিন রাসূল (সাঃ) মক্কা থেকে ইয়াসরিব (মদিনা) হিজরত করেন।আশা করছি হিজরি সন কবে সূচিত হয়, তার উত্তর পেয়েছেন। Facebook WhatsApp Pinterest