কল ওয়েটিং কিভাবে চালু করে?

কল ওয়েটিং সার্ভিস কি?

আপনার ফোনে সার্ভিসটি অন করা থাকলে, আপনি কারো সাথে কথা বলা অবস্থাতেও কল ডুকবে। কিন্তু কল ওয়েটিং চালু করা না থাকলে, নাম্বারটি ব্যস্ত আছে বলবে। তাই এই সেবাটি ফ্রিতে আপনার ফোনে চালু করে রাখা উচিৎ।

কল ওয়েটিং কিভাবে চালু করবো?

সার্ভিসটি ফ্রিতে যেকোন ফোনে বা যেকোন অপারেটরে চালু করতে ডায়াল করুন *43#.

আর সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন #43#.