রাসূল (সাঃ) কিবলামুখী হয়ে ডানকাতে ঘুমাতেন। তিনি ঘুমানোর আগে সবসময় ঘুমের দোয়া পড়তেন। আজকে আপদের ঘুমের দোয়া অর্থ সহ জানাবো ইনশাআল্লাহ!
ঘুমের দোয়া
আরবী উচ্চারণঃ اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
বাংলা উচ্চারণঃ আল্লাহুমা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
বাংলা অর্থঃ হে আল্লাহ, আমি আপনার নামেই ঘুমাই এবং আপনার নামেই জাগ্রত হই।
আশা করছি এখন থেকে নিয়মিত ঘুমানোর আগে এই দোয়া পড়ে ঘুমাবেন।
আরো দেখুনঃ ঘুম থেকে জেগে ওঠার পর দোয়া