অবশ্যই মোবাইল দিয়ে অনলাইনে টাকা ইনকাম করা যায় এবং অনেকে করছে। হয়তো কম্পিউটারের মত অ্যাডভান্সড কাজগুলো মোবাইল দিয়ে করতে পারবেন না। তবে অসংখ্য কাজ আজকাল মোবাইল দিয়ে অনায়াসে করা যায়।
মোবাইল দিয়ে যেসব কাজ খুব সহজেই করতে পারবেন, তার ছোট একটা তালিকা নিজে দিলাম। চাইলে এসব কাজের কোর্স করে কিংবা নিজে নিজে ইউটিউব দেখে বা বিভিন্ন ব্লগ থেকে শিখতে পারবেন।
আইফোন কিংবা অ্যান্ড্রোয়েড ফোন দিয়ে যেসব কাজ করে সহজেই অনলাইনে আয় করতে পারেন, সেগুলো হলঃ
- কিওয়ার্ড রিসার্স - Keyword Research
- অ্যাফিলিয়েট মার্কেটিং - Affiliate Marketing
- ভিডিও এডিটিং - Video Editing
- ফটো এডিটিং - Photo Editing
- ব্যানার তৈরি - Banner Design
- এসইও - SEO (Search Engine Optimization)
- কপি রাইটিং - Copywriting
- ব্লগ কন্টেন্ট রাইটিং - Blog Content Writing
- ইবুক তৈরি - Ebook Writing
- ডাটা এন্ট্রি - Data Entry
- ফটোগ্রাফি - Photography
- অনুবাদ করা - Translation
- মার্কেটিং - Marketing
- সোস্যাল মিডিয়া মার্কেটিং - Social Media Marketing
- ই-কমার্স ব্যবসা - E-commerce Business
- ফেসবুক বা ইউটিউব কন্টেন্ট - Facebook & YouTube Content
- টিউটিরিং, মোটিভেশান - Tutoring, Motivation
- বিকাশ, নগদ, রিচার্জ ইত্যাদি ব্যবসা।
এসব কাজ ছাড়াও আরো হাজার হাজার কাজ বর্তমান সময়ে মোবাইল দিয়ে অনেকে করে মাসে হাজার হাজার ডলার আয় করছে।
আপনি যে কাজটা ভাল পারেন, সেটা দিয়ে অনলাইনে কাজ শুরু করে দিন। আশা করছি আপনিও মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, ব্লগিং বা অন্যান্য কাজ করে হাজার হাজার ডলার আয় করতে পারবেন।