রবি মিসড কল এলার্ট সার্ভিস চালু কিংবা বন্ধ করবো কিভাবে?

রবি সিমে মিসকল এলার্ট চালু করতে চাইলে Start MCA লিখে 28272 নাম্বারে ম্যাসেজ পাঠিয়ে দিন। অথবা ডায়াল করুন *28272*11# এবং পরবর্তী নির্দেশনা গুলো ফলো করুন।

রবি মিসড কল এলার্ট বন্ধ করার উপায় কি?

সেবাটি বন্ধ করতে চাইলে Stop MCA লিখে 28272 নাম্বারে পাঠিয়ে দিন। অথবা *28272*2# ডায়াল করে পরবর্তী ধাপ গুলো ফলো করুন।

এছাড়া মিসড কল এলার্টের সকল সেবা গুলো দেখতে ডায়াল করতে পারেন *28272#.

সকল পোষ্টপেইড গ্রাহকরা সেবাটি ফ্রিতে উপভোগ করতে পারবে। তবে প্রিপ্রেইড গ্রাহকরা মাসিক ১০ টাকা + ভ্যাট দিতে হবে।