Frequently Asked Questions (FAQ)

খদ্দর.কম এর উদ্দেশ্য কি?

খদ্দর ডট কম এর মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা। অর্থ্যাৎ প্রশ্ন ও উত্তর ভিত্তিক প্ল্যাটফর্ম হচ্ছে খাদি। আপনার কোন প্রশ্ন থাকলে আপনি করতে পারেন কিংবা কোন প্রশ্নের উত্তর জানা থাকলেও সেটি নির্দিষ্ট প্রশ্নের নিচে উত্তর দিতে পারেন।

খদ্দরে কিভাবে প্রশ্ন খুঁজবো?

উপরের সার্চবক্সে আপনার প্রশ্নটি লিখে সাবমিট করলেই আপনার প্রশ্নটি পেয়ে যাবেন। তবে কোন প্রশ্ন পাওয়া না গেলে, সে প্রশ্নটি খদ্দরে করতে পারেন।

কিভাবে প্রশ্ন করবো?

উপরের মেনুবার থেকে প্রশ্ন করুন অপশানে ক্লিক করুন। তারপর একটি পেজ আসবে। সেখানে আপনার নাম, ইমেইল এবং প্রশ্নটি লিখে সাবমিট করুন। খুব দ্রুত আপনার প্রশ্নটি প্রকাশ করে উত্তর সহ আপনার ইমেইলে জানানো হবে।

কিভাবে উত্তর দিবো?

কোন প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে, তাহলে সেই প্রশ্নের নিচে “আপনার মতামত দিন” ক্লিক করে আপনার উত্তরটি সাবমিট করতে পারবেন।